সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সরকারি পলিটেকনিক ইনষ্টিটিউট শাখা ছাত্রদলের সদ্য গঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা।
রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য গঠিত কমিটির যুগ্ম আহবায়ক জুবায়ের হোসেন জুয়েল। তিনি বলেন, কমিটির আহবায়ক ফয়সালুর রহমান ইমন ও সদস্য সচিব আবদুল্লাহ আল মিশন পলিটেকনিকের ছাত্র নন। সদস্য সচিব জেলা ছাত্রলীগের এক প্রভাবশালী সহ-সভাপতির কর্মী। তাদের বিগত দিনে আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। পলিটেকনিকের শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততাও নেই।
ঘোষিত কমিটি বাতিল করে পলিটেকনিক কলেজে ছাত্রদলের কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ যুগ্ন আহবায়ক যথাক্রমে সাবাব হোসেন, মো. শামীম ও মাইনুল ইসলাম।
সংবাদ সম্মেললে করা অভিযোগ প্রসঙ্গে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রণি বলেন, কাঙ্ক্ষিত পদ না পেয়ে পলিটেকটিক ছাত্রদলের কিছু নেতা ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাদের অভিযোগ অসত্য।
গত ৭ জানুয়ারি বরিশাল সরকারি পলিটেকনিক ইনষ্টিউটসহ বিভিন্ন কলেজ, ওয়ার্ড ও উপজেলা শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
Leave a Reply