সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল//
আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। তাদেরকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- ছাত্রলীগ কর্মী তানভির, হাসান ও ফেরদৌস। এরা তিনজনই সরকারি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর ৭ম বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন মহানগর ছাত্রলীগ নেতা অনিক সেরনিয়াবাত ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত। পলিটেকনিকে এই দুই নেতার অনুসারীদের মধ্যে দীর্ঘ দিন ধরেই আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।
সর্বশেষ সিনিয়র জুনিয়রকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্র হোস্টেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় তানভির, হাসান ও ফেরদৌস নামের তিনজনকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তারা কাউকে আটক করতে পারেনি।
আহতরা অভিযোগ করেন, পলিটেকনিক এলাকার তারেক, মনির, দীপ্ত ও হারিছ সহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে হোস্টেলে ঢুকে তাদের উপর হামলা করে। এরা সবাই বহিরাগত। তাদের সাথে মিছিল-মিটিংএ না যাওয়ার কারনেই ওই তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ আহতদের।
Leave a Reply