বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে
সোমবার নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে দপদপিয়া সেতুর নিচে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দিয়ে রাতুল, যুবায়ের, জিহাদ, শাহিনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এ সময় সবার কাছে রান্দা, চাপাতি, ও এসএস পাইপসহ দেশীয় অস্ত্র ছিল বলে জানান এলাকাবাসী।
ওই এলাকার মোজাম্মেল বলেন, চারজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছে ধারালো অস্ত্র থাকায় কোতোয়ালি থানায় খবর দেই। খবর পেয়ে এসআই রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আটক কিশোর গ্রুপদের থানায় নিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, আপাতত এদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে বিষয়টি নিশ্চিত করলে তিনি এদের কিশোর গ্যাং বলতে অস্বীকার করেন।
Leave a Reply