সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
নাইম ইসলাম:বরিশাল মহানগরীর অন্যতম বিদ্যাপীঠ সরকারি বরিশাল কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬:৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক। এরপর কলেজের পক্ষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় সারাদেশের সাথে একযোগে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে বিএনসিসি কলেজ শাখার সদস্যদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় সালাম ও অভিবাদন গ্রহণ করেন অধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক।কুচকাওয়াজ শেষে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক, প্রধান অতিথির আসন অলংকৃত করেন শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব লতিফা আখতার। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মামুন মোর্শেদ।
মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে স্বাধীনতা, স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার ৪৮ বছরে প্রাপ্তি-অপ্রাপ্তি এবং নানা প্রত্যাশার কথা তুলে ধরে আলোচনা সভায় আরো অংশ নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব নাসির উদ্দীন, পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল ইসলাম সহ সাধারণ শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষক এ.টি.এম কামরুজ্জামান।
Leave a Reply