শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ উপকূলীয় জেলা বরগুনায় এ বছর সুপারির ফলন কম হয়েছে। গত বছরের কার্তিক থেকে বৈশাখ মাস পর্যন্ত অনাবৃষ্টি থাকায় সুপারির ফলন কমে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ছাড়া বর্তমান বাজারদর অনুযায়ী সুপারির দাম কম থাকায় শঙ্কা প্রকাশ করেছেন কৃষক, গৃহস্থ ও ব্যবসায়ীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বৈশাখ–জ্যৈষ্ঠ মাসে সুপারি গাছে ফুল আসে। কার্তিক–অগ্রহায়ণ মাসে ফুল পাকাপোক্ত সুপারিতে পরিণত হয়। মূলত কার্তিক আর অগ্রহায়ণ মাসই সুপারির ভরা মৌসুম। এখানকার সুপারির প্রায় ৭০ ভাগ নদী–নালা, খাল–ডোবা, পুকুর ও পানিভর্তি পাকা হাউসে ভিজিয়ে রাখেন স্থানীয় ব্যবসায়ীরা। আর ৩০ ভাগ সুপারি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় বা রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। জেলায় এবার ১ হাজার ১৮১ হেক্টর জমিতে মোট ৫ হাজার ১৯ দশমিক ২৫ মেট্রিকটন সুপারির উৎপাদন হয়েছে।
বাগান মালিকেরা জানান, এ বছর অনাবৃষ্টির কারণে সুপারির ফলন কম হয়েছে। স্থানীয় বাজারগুলোতে এবার আশানুরূপ দামও নেই।
বরগুনা বাজারের সুপারি ব্যবসায়ী কামাল হোসেন, জহিরুল ইসলাম ও আবদুর রশিদ বলেন, এ বছর সুপারির ফলন কম এবং বাজার দরও গত বছরের তুলনায় কম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশীদ বলেন, ‘এ বছর অনাবৃষ্টি ছিল। বেশির ভাগ বাগানমালিকই নির্দিষ্ট দূরত্বে সুপারি গাছ রোপণ করেননি। তা ছাড়া সঠিক সময়ে পরিচর্যা ও সার প্রয়োগ করতে না পারায় সুপারির ফলন আশানুরূপ হয়নি।’
Leave a Reply