রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে জেলার ১০ নম্বর নলটনা ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন মৃত সিদ্দিক মাঝির মেয়ে হালিমা বেগম। মামলাটি আমলে নিয়ে ১৬ অক্টোবরে মধ্যে ময়নাতদন্ত সহ সুরতহাল প্রতিবেদন আদালতে জমা দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বরগুনার মুখ্য বিচারিক হাকিম মাহবুব আলম। মামলায় প্রধান আসামি করা হয়েছে চেয়ারম্যানের চাচা শ্বশুর নজরুল ইসলামকে।
সিদ্দিক মাঝি নলটোনা ইউপির শিয়ালিয়া গ্রামের আতাহার মিয়ার ছেলে। মামলায় অভিযোগ করা হয় ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজের নির্দেশে তার চাচা শ্বশুর নজরুল চৌধুরী এই ঘটনা ঘটিয়েছে।
সিদ্দিক মাঝির মেয়ে হালিমা বেগম মামলার বর্ণনায় অভিযোগ করে বলেন, বাবার সঙ্গে চেয়ারম্যানের চাচা শ্বশুরের আর্থিক বিরোধ ছিল। ৫ দিন আগে তাকে ধরে নিয়ে ৪ ঘণ্টা নির্যাতন করে ছেড়ে দেয়। ঘটনার দিন বারটায় বাবা ফোন করে জানান, ‘ওরা আমাকে মেরে ফেলল আমাকে বাঁচা।’ আমরা ছুটে গিয়ে তাকে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পৌনে ৩টার দিকে হাসপাতালে ভর্তি করি ৩ টার দিকে তিনি মারা যায়।
চেয়ারম্যান কে এম সফিকুজ্জামান মাহফুজ বলেন, মূলত আমার চাচা শ্বশুর টাকা পাবে তার কাছে। চাচা শ্বশুর আমার কাছে এ বিষয়ে অভিযোগ দিলে সিদ্দিক ফকির সময় নিয়েছেন। এলাকায় ছিলাম না, কি হয়েছে বলতে পারবো না।
Leave a Reply