শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
.ভয়াবহ অগ্নিকান্ড, লক্ষাধিক টাকার ক্ষতি.
রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে থানা রোডের লিটন পাটিকরের দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যেই তার দক্ষিণ পাশ ও পশ্চিম পাশে ছড়িয়ে পড়ে।
আগুনে ব্যবসায়ী নুরুল ইসলামের সার, কীটনাশক ও হার্ডওয়ারের দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় এবং লিটন পাটিকারের পাটি, পলিথিনসহ কুটির শিল্পের মালপত্র ও পশ্চিম পাশের মালপত্র মজুদের ঘর এবং স্বপনের লন্ড্রির দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে সব মিলিয়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। স্বপন ও তার ছেলে সজীব জানান, রাত সাড়ে ৮টার দিকে লিটন পাটিকরের দোকানের পেছনের পশ্চিম ও উত্তর কোনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে দ্রুত তা চারপাশে ছড়িয়ে যায়।
খবর পেয়ে ঝালকাঠি, কাউখালি ও ভান্ডারিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ৪টি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ঝালকাঠির ফায়ার সার্ভিসের লোকজন পশ্চিম পাশের অন্য ঘরগুলোর রক্ষা করতে সক্ষম হয়। ঝালকাঠির ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান জানান, রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন হলেও কার্যক্রম শুরু হয়নি। এছাড়া কাঁঠালিয়ার গাড়িটি নষ্ট হওয়ায় রাজাপুরের জন্য বরাদ্দকৃত ফায়ার সার্ভিসের গাড়িটি বর্তমানে কাঠালিয়ায় রয়েছে। এসব কারনে রাজাপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ঝালকাঠি থেকে আসার পূর্বেই অগ্নিকান্ডে ক্ষতির পরিমান বেশি হয়।
এদিকে ১ নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজাপুরের ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন হলেও কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ইউএনও আফরোজা বেগম পারুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা ও ওসি শামসুল আরেফিন।
Leave a Reply