বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খাগড়াছড়িতে প্রতিবন্ধী চাকমা নারীকে গণধর্ষণের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, ধর্ষণ ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে এই ঘটনায় আরো যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে জেলা সদরের গোলাবাড়ি ইউপির সামনে বলপাইয়্যে আদাম গ্রামের বিন্দু লাল চাকমার বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়ে ডাকাতি ও গণধর্ষণ করে।
এ সময় এই বাড়ির চাকমা নারীর হাত, পা ও মুখ ওড়না দিয়ে বেঁধে রেখে গণধর্ষণ করে। এ সময় তারা কানের দুল, আংটিসহ অন্তত ৩ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেট নিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ এই দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করে। অভিযানে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ধর্ষণের শিকার চাকমা নারী খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল আছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক পূর্ণজীবন চাকমা।
Leave a Reply