রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পুলিশের বিভিন্ন দপ্তরে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে পুলিশ লাইনস মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
পুলিশ লাইনসের দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান ও পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
পরে জেলার বিভিন্ন থানার ওসিদের হাতে গাছের চারা তুলে দেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান হোসেন।
কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি, বাকেরগঞ্জ সার্কেলের মো. ফরহাদ সরদার, মুলাদী সার্কেলের মো. মতিউর রহমান, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply