রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলার উত্তর জয়কামতা গ্রামে পুত্রবধূকে যৌন হয়রানীর অপরাধে মনির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার বিকেলে দণ্ডপ্রাপ্ত শ্বশুর মনির হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়।
জানা যায়, নবগঠিত কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামের মো. মনির হোসেন (৫০) তার পুত্র সাইফুল ইসলামের স্ত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানী করে আসছে। সে ধারাবাহিকতায় মঙ্গলবার রাতেও মনির হোসেন তার পুত্রবধূকে অবৈধ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিয়ে যৌন হয়রানী করেন।
বিষয়টি নিয়ে বুধবার দুপুরে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করা হলে পুলিশ মনির হোসেনকে আটক করে লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক কেএম ইয়াসির আরাফাতের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে আটক মনির হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।বিষয়টি নিশ্চিত করে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত শ্বশুর মনির হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply