শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করা হয়েছে। রোববার সকালে ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার বুলবুলকে তার অফিস কক্ষে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন ইন্দুরকানী কলেজ ছাত্রলীগ ও শিক্ষার্থীরা।
সরেজমিনে গেলে জানায়ায়, ইন্দুরকানী কলেজের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরনে অতিরিক্ত ফি আদায় করা হয়। প্রতিটি পরীক্ষার্থীর নিকট হতে পত্র ফি আট বিষয়ে ১৬০০, কেন্দ্র ফি ৪৫০, ব্যবস্থাপনা ফি ৪০০, ইনকোর্স পরিক্ষার ফি ১০০ সহ মোট ২৫৫০ টাকার বিপরীতে ৬/৭ হাজার টাকা নেওয়া হয়। এর প্রতিবাদ করলে ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম লিটনের সহ ছাত্রলীগের নেতা কর্মিদের সাথে কথার কাটাকাটি হয়। এ ব্যাপারটি ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পরলে উত্তেজনার সৃষ্টি হয়। এব্যাপারটি নিয়ে কলেজের ছাত্রছাত্রী মিছিল করে ইন্দুরকানী সরকারী কলেজের অধ্যক্ষকে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে আধাঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে ইন্দুরকানী থানা পুলিশ ও গভার্নিং বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়নন্ত্রন করেন।ইন্দুরকানী ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন জানায়, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ তিনি প্রতিটি পরিক্ষার ফরম পূরনে অনেক বারতী ফি নেয়। সাধারন ছাত্রছাত্রীরা প্রতিবাদ করলে তাদের সাথে খারাপ ব্যাবহার করে এবং বিভিন্ন ভাউচার দিয়ে পরিক্ষা বাবদ কৌশলে টাকা আদায় করে নেয়।
ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার জানায়, পরীক্ষার্থীদের নির্ধারীত ফির সাথে পরীক্ষার ফরম পূরনের সময় বকেয়া বেতন নেওয়া হয়। বারতি কোন টাকা নেওয়া হয় না। তিনি আরও জানান, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মিরা এসে কয়েকজন শিক্ষার্থীর বেতনের টাকা মৌকুফের শুপারিশ করেন। আমরা বলেছিলাম বিবেচনা করে দেখব। কিন্তু উত্তেজিত ছাত্র ও নেতাকর্মিরা এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালী করে আমার কক্ষে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন।
Leave a Reply