বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চার জেলেকে আটক করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়।
আজ সোমবার সকাল ৯টায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস। তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় চার জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর আবি তাদের এক মাস করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মো. খলিলুর হাওলাদার, সুজন, ফারুক চৌকিদার এবং আব্দুল জলিল। এর মধ্যে. খলিলুর হাওলাদারের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামে। অন্যদের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলায়।
বরিশালে জেলা মৎস্য অফিস সূত্র নিশ্চিত করেছে, বরিশাল জেলাসহ ছয় জেলার ৪৩২ কিলোমিটার এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, বিক্রি এবং বাজারজাতকরণের ওপরে অভিযান ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply