সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:এলপি গ্যাসের অবৈধ মজুদ বিরোধী ভ্রাম্যমান আদালতে পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর বটতলা বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বটতলা বাজারের শরীফ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত দেখতে পায় লাইসেন্সের শর্তানুযায়ী ওই ডিলার সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুদ করতে পারেন।
কিন্তু ওই প্রতিষ্ঠানের মালিক মো. নুরুল আলম তার গোডাউনে ২শতাধিক এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখেন। এই অপরাধে ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠান মালিক মো. নুরুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেন।
এলপি গ্যাস সিলিন্ডারের অবৈধ ব্যবহার রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।
Leave a Reply