সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীর এমইপি কম্পানির সুপারভাইজার শাহিনের বিরুদ্ধে এক কর্মচারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ কর্মচারী কোতয়ালী মডেল থানায় আইনগত সহযোগীতা চেয়ে একটি অভিযোগদিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকার মোঃ আক্কাস ঢালীর ছেলে মোঃতানভীর হোসেন এমইপি কোম্পানীর পদ্মা-খ এর ওয়ার্কার পদে কর্মরত রয়েছেন।গতকাল সকাল আনুমানিক সাড়ে ১০টায় তানভীরের হাতে টেটু আঁকা দেখে ক্ষিপ্ত হয় সুপারভাইজার শাহিন। অফিসের কালি দিয়ে কেন হাতে টেটু আঁকা হয়েছে এটা বলে তানভীরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কিল ঘুষি মেরে জখম করেন। তখন আশেপাশে থাকা লোকজন তানভীরকে উদ্ধার করেন। তানভীর ঐ অভিযোগে আরও জানায়,
এসময় শাহিন তাকে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি প্রদান করে এবং এ ঘটনার বিষয়ে তার বিরুদ্ধে যদি কোন স্টাফ সাক্ষ্য প্রদান করে তাহলে সে তাদের চাকুরীর ক্ষতি সাধন করার হুমকি প্রদান করেন।
তানভীর আরও জানায়, সুপারভাইজার শাহিন বিভিন্ন সময়ে ঐ কোম্পানীর নিম্ন পদের বিভিন্ন লোকজনদের মারধর করে থাকেন।
Leave a Reply