রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর হাজারীবাগ থেকে গত ২৩ সেপ্টেম্বর নিখোঁজ হয় আট বছরের শিশু আপন। পরে তার বাবার মোবাইল ফোনে অপহরণকারীরা আপনকে ফেরত দিতে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ তাকে উদ্ধারে তৎপর হয়।
অবশেষে গতকাল শনিবার শিশুটিকে বরিশালের হিজলা এলাকা থেকে উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। আরেকটি সূত্র জানায়, শিশুটিকে বরিশালগামী একটি লঞ্চ থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার ওসি সাজিদুর রহমান বলেন, শিশু নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বাবার এক বন্ধু শিশু আপনকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি। এরপর মুক্তিপণ চেয়ে ফোন আসায় আপন অপহৃত হয়েছে বলে তাঁরা নিশ্চিত হন।
Leave a Reply