মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। ট্রেড লাইসেন্স না থাকা ও নবায়ন না করার অপরাধে বরিশালে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। নগর ভবনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, দুপুরে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা ও নবগ্রাম রোড এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ট্রেড লাইসেন্স না থাকা ও নবায়ন না করার অপরাধে ইনফরমেশন টেকনোলজি কলেজের মালিক মো. সোহেল ও শান্ত ডিজিটাল স্টুডিও’র মালিককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা হয়।
এছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসক জিএস হাওলাদারকে ৩ হাজার, হোটেল মালিক হারুন অর রশিদকে ৩ হাজার, ভিসা প্রসেসিং সেন্টারের মালিক আবুল হাসনাতকে ৩ হাজার ও জুয়েল হাওলাদার নামে ব্যক্তিকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
Leave a Reply