শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে।ঘটনার পর পালানোর সময় ওই গৃহবধূকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২২ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার দক্ষিণ বাঁধাল গ্রামে এ ঘটনা ঘটে।আট মাস আগে ভালবেসে বিয়ে করেন রুমন ও শিমু। বিয়ের আগে একে অপরের প্রতি ভালবাসার কোনো কমতি ছিল না। কিন্তু বিয়ের পরেই বাধে যত সব বিপত্তি। স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন।ঘটনার শিকার রুমান মৃধাকে (২৮) উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক নববধূ কুমকুম আক্তার শিমু (২৪) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের হারুন অর রশিদের মেয়ে। আট মাস আগে রুমানের সঙ্গে শিমুর বিয়ে হয়।রুমানের মা রেনু বেগম জানান, রাতে ছেলের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে ভেতরে গিয়ে দেখেন বিছানায় রক্ত মাখা অবস্থায় রুমন পড়ে আছে। এ সময় তিনি চিকিৎকার দিলে পুত্রবধূ শিমু দৌড়ে পালিয়ে যান।রেনু বেগমের অভিযোগ, ছেলে বাড়িতে না থাকলে পুত্রবধূ গোপনে মোবাইলে ফোনে কথা বলে। তাদের ধারণা শিমুর অন্য কারো সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। এ কারণে তার ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে শিমু আটক হওয়ার পর স্থানীয় সাংবাদিদের কাছে অভিযোগ করে বলেন, তার স্বামীর অন্য নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় তার ওপর নির্যাতন চালিয়েছেন তিনি। ভালবেসে রুমানকে বিয়ে করেও তিনি শান্তিতে ছিলেন না। তাই বাধ্য হয়ে ওই ঘটনা ঘটিয়েছেন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার সরকার জানান, শিমু তার স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন। পালানোর সময় তাকে আটক করা হয়। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply