বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী বা তদূর্ধ্ব পর্যায়ে দরপত্র অনুমোদনের জন্য টেন্ডারগুলো পাঠানোর আগে (TEC) টেক এর সুপারিশ এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য-উপাত্তসহ পত্রে সংযুক্ত চেকলিস্ট সংযুক্ত করে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম, এমআইএস সার্কেল) হুমায়েরা বিনতে রেজা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠির অনুলিপি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওস) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও গোপালগঞ্জ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত সার্কেল, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত সার্কেল, নির্বাহী প্রকৌশলী ই/এম, প্রধান প্রকৌশলীর স্টাফ অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দরপত্র অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর দফতরে পাঠানো টেকের সুপারিশের সাথে ছক পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করতে হবে। এর মধ্যে দরপত্র আইডি, কাজের নাম, পিই, প্রকিউরমেন্ট প্ল্যান অনুযায়ী দরপত্র (হ্যাঁ/না), অ্যাপ্রুভ ইস্টিমেট কস্ট, ভ্যারিয়েশন, সুপারিশকৃত ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, দাখিলকৃত দরপত্র সংখ্যা, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ডিপিপি/ আরডিপিপি/ প্রশাসনিক (রাজস্ব খাত) অনুমোদনের পত্রসহ ১৯টি ঘর পূরণের কথা বলা হয়েছে।
Leave a Reply