বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ যাদের রাজনীতির কারণে মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনীতি ও গণতন্ত্রকে ছিন্ন-ভিন্ন করে সাঈদীরা ক্ষমতায় এসেছিল, তাদের দ্বারা দেশ নিরাপদ নয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষকে সঙ্গে নিয়ে রাজনীতির ধারা পরিবর্তন করতে আমরা ওয়ার্কাস পার্টি ঐক্যবদ্ধ রয়েছি।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর জেলা ওয়ার্কাস পার্টির চতুর্থ জেলা সম্মেলন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি খান মো. রুস্তুম আলী, পার্টির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নজরুল হক নীলু, জেলা জাসদের সভাপতি চিত্ত রঞ্জন বিশ্বাসসহ আরও অনেকে।
Leave a Reply