রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ টাকা আত্মসাতের অভিযোগে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী লোকমান হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি তার এক ব্যবসায়ীক পার্টনারের কাছ থেকে হোটেল ব্যবসার নামে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাত করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য জাহাঙ্গীর আলম বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গতবছর কুয়াকাটায় আবাসিক হোটেল করার উদ্যেশ্যে কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক মৃধার ছেলে মোঃ লোকমান হোসেনের সাথে বরিশাল নগরীর বাঘিয়া এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম রেজিস্ট্রি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী বিভিন্ন সময় জাহাঙ্গীর নগদ ও চেকের মাধ্যমে লোকমানকে ৩৯ লাখ ৮৬ হাজার টাকা প্রদান করেন।
সেই টাকায় লোকমান তার জমিতে কুয়াকাটা প্যালেস নামে একটি আবাসিক হোটেল নির্মান করে ব্যবসা শুরু করেন। চুক্তির শর্তানুযায়ী হোটেলের ব্যবসার ২৬ শতাংশ টাকা জাহাঙ্গীরকে দেয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কোন টাকা দেয়নি লোকমান। বরং টাকা চাওয়ায় গত ২৯ এপ্রিল হোটেলের একটি কক্ষে জাহাঙ্গীরকে আটকে রেখে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখে এবং পরবর্তীতে টাকা চাইলে হত্যার হুমকি দেয় লোকমান ও তার লোকজন।
এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে লোকমান ও তার সহযোগী জলিলসহ তিনজনকে আসামী করে বরিশাল এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে লোকমানকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply