রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১০ মন জাটকা ও তিন মন চাপল মাছ আটক করেছে। বুধবার ভোর রাতে উপজেলার চাপলীবাজার ষ্টান্ড থেকে চারটি ডোলে রাখা এ পরিমান মাছ জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি।
কুয়াকাটা নৌ-পুলিশের ইন্সপেক্টর আখতার মোর্শেদ জানান, কাউয়ার চর সাগর মোহনা থেকে ট্রলারে করে মাছ শিকার করে পটুয়াখালী পাচারের জন্য চাপলী বাজারে এ মাছ নিয়ে আসা হয় রাতের আঁধারে। গোপন সংবাদের ভিত্তিতে তারা বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে ওই পরিমান মাছ জব্দ করতে সক্ষম হন। জব্দ করা মাছ বুধবার দুপুরে কলাপাড়া মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা মাছের মূল্য আনুমানিক এক লাখ টাকা। অবৈধ সুক্ষফাঁসের বেড় ও নেট জাল দিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের রেনু শিকার বন্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান।
Leave a Reply