রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: শ্রীলংকায় র্গীজায় ও নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলা এবং হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খ্রিস্টান এ্যাসোসিয়েশনের বরিশাল কার্যনির্বাহী পরিষদ। আজ বেলা সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মাননবন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিস্টান এ্যাসোসিয়েশনের বরিশাল কার্যনির্বাহী পরিষদের সভাপতি নিপু অধিকারী। উপস্থিত ছিলেন ফাদার ল্যাকা বালি গোমেজ, বাবুল বিশ্বাসসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে জঙ্গীবাদের নামে সকল হত্যাকান্ড বন্ধের দাবী জানানো হয়। শ্রীলংকার র্গীজায় ও নিউজিল্যান্ডের মসজিদে হামলাকে আর্ন্তজাতিক উগ্রবাদিতা আখ্যাদিয়ে বলা হয়, বিশ্বে প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করে সহাবস্থানে রয়েছে। সহাবস্থানের এই পরিবেশ বিনষ্টের জন্য আর্ন্তজাতিক উগ্রবাদিরা চক্রান্ত করে গীর্জা, মসজিদে হামলা চালাচ্ছে। যাতে করে ধর্মীয় অনুভূতির মাধ্যমে শান্তিপূর্ণ বিশ্ব অশান্ত হয়ে ওঠে। এতে করে সন্ত্রাসীরা লাভবান হবে।বক্তারা এসব হামলার দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন।
Leave a Reply