সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: আলম ও হাসিবুল হত্যাচেষ্টার আসামিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। অথচ পুলিশ বলছে, আসামিরা পলাতক। সশস্ত্র হামলার সেই দিন রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং প্রধান অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রধান আসামি এনামুল হক প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের আটকে গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগীরা।
গত ১৮ মার্চ আলম হোসেন ও হাসিবুল ইসলাম আলু কিনে বাড়ি ফেরার পথে রাত সাড়ে দশটার দিকে মিরপুর স্কুলপাড়া গ্রামে রবি কীটনাশক দোকানে কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে সইপাড়া গ্রামের ইমরান আলী ছেলে এনামুল হক, মিরপুর গ্রামের রবিউল ইসলাম রবি ছেলে রায়হানুল ইসলাম প্রান্ত সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থেকে আলম ও হাসিবুল পৌঁছামাত্র এনামুল হকের নেতৃত্বে ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায় ধারালো অস্ত্রের আঘাতে হাসিবুল/আলমের ঘাড়ের রগ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে( রামেক) স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ১৯ মার্চ আহত আলমের বোন রুমালী বেগম বাদী হয়ে মোহনপুর থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ আসামি করে মামলা করেন মামলা নং-২০ । বাদী রুমালী বেগম বলেন আসামিরা মোবাইলে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে।মোহনপুর থানার ওসি আবুল হোসেন বলেন, আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ ক্ষেত্রে পুলিশের কোনো উদাসীনতা নেই। অভিযুক্তদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply