শনিবার, ১০ মে ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ কাশ্মীর পরিস্থিতিকে ঘিরে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক ভারতীয় সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের একটি পাল্টা সামরিক অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে অবস্থিত ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র গুদামে তাদের হামলা সফল হয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতই প্রথম সার্বভৌমত্ব লঙ্ঘন করে ‘অপারেশন সিঁদুর’ চালায়, যার পরিপ্রেক্ষিতেই পাল্টা ব্যবস্থা নিতে তারা বাধ্য হয়েছে। উল্লেখ্য, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারত ও রাশিয়ার যৌথ উন্নয়নকৃত একটি আধুনিক অস্ত্র, যার পাল্লা ৮০০ কিলোমিটার পর্যন্ত।
ভারত এখন পর্যন্ত এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, দেশটি আপাতত কৌশলগত নিরবতা অবলম্বন করছে। বিশ্লেষকদের মতে, এমন হামলা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
উল্লেখ্য, এর আগে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া একটি হামলার দায়ভার নিয়ে দুই দেশের মধ্যে দোষারোপের পালা শুরু হয়। সেই উত্তেজনার ধারাবাহিকতাতেই সীমান্তে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের মধ্য দিয়ে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে।
আন্তর্জাতিক মহল এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলছে, উভয় দেশ যেন কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনে উদ্যোগ নেয়। কারণ দুই দেশের এমন আগ্রাসন শুধু সীমান্তে নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তার জন্যও হুমকি।
Leave a Reply