বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
এম.কে. রানা॥ বৈশ্বিক মহামারী করোনার কারণে পরীক্ষাবিহীন এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে শতভাগ পাস করেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে প্রায় ৫ গুন। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ২০১ জন। আর এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী। তবে পরীক্ষাবিহীন ফলাফল পেয়ে খুব একটা খুশি নন তুলনামূলক মেধাবী শিক্ষার্থীরা। আর বোর্ড কর্তৃপক্ষ বলছে, ঘোষিত ফলাফলে কেউ হতাশ হবেন না।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়া এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হয়েছে। শনিবার (৩০জানুয়ারি) বেলা পৌনে ১১ টায় বরিশাল শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন সাংবাদিকদের হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলো ৬৮ হাজার ৯২০ জন। যাদের প্রত্যেকেই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৬৮ জন। গতবার জিপিএ-৫ ছিলো এক হাজার ২০১ জন। আর ২০১৮ সালে ৬৭০ জন। গতবারের থেকে এবার জিপিএ-৫ এর সংখ্যা চার হাজার ৬৬৭টি বেশি।
এ ব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, এবারের ফলাফলে কেউ হতাশ হবে না বলে আশা রাখি। তবুও ফলাফলের ব্যাপারে কারো আপত্তি থাকলে টেলিটকের মাধ্যমে রিভিউ করার সুযোগ আছে সাতদিনের মধ্যে।
উল্লেখ্য ১৯৭১ সালের পর এবারই পরীক্ষাবিহীন সকল শিক্ষার্থীকে পাস করানো হয়েছে। মহান মুক্তিযুদ্ধের কারণে ১৯৭১ সালে সকল পরিক্ষার্থীকে অটোপাস করানো হয়েছিল।
Leave a Reply