শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের চাঞ্চল্যকর আফসার চেয়ারম্যান হত্যা মামলার অন্যতম আসামি মো. সরোয়ার সালামকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিষয়টি জানিয়েছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। এরআগে রোববার রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। তার নামে হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, হত্যাকাণ্ডের পর সে সাতকানিয়া থেকে গা ঢাকা দিয়ে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে। গত ১১ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়মিত বাসা পরিবর্তন করে বসবাস করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং সাতকানিয়া জাফর আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল আফসারকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার পিতা একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ৪৩ নম্বর আসামি সরোয়ার।
Leave a Reply