বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় দাদনের টাকা চাওয়ায় ফাইজুল ইসলাম (৩৮) নামের এক জেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে টেংরা বন বিভাগ অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে। জেলে ফাইজুল ইসলাম পাথরঘাটা উপজেলার বড় টেংরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
ফাইজুলের পরিবার সূত্রে জানা যায়, আ: খালেকের ট্রলারে মাছ ধরে ফাইজুলের ছোট ভাই ফেরদৌস। এ জন্য ফেরদৌসকে চার হাজার ৫০০ টাকা দাদন দেয়ার কথা ছিল। কিন্তু ইলিশ মৌসুম শেষ হলেও দাদনের ৫০০ টাকা এখনো পরিশোধ করেনি খালেক। এছাড়াও ট্রলারে মাছ ধরার পর যে টাকা আয় হয়েছে সেখান থেকেও কম দেয়া হয়েছে ফেরদৌসকে। তাই ছোট ভাইয়ের প্রাপ্য টাকা চাইতে গেলে খালেকের সাথে ফাইজুলের কথা কাটাকাটির, একপর্যায়ে খালেকের ছেলে এসে ফাইজুলকে ছুরিকাঘাত করে।
ফাইজুলের বাবা ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে দাদনের টাকা না পরিশোধ করায় এবং ট্রলার থেকে আয় হওয়া ভাগের টাকা কম দেয়ার কারণ জানতে চাই ফাইজুল। এ সময় খালেকের সাথে আমার ছেলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খালেক তার ছেলে মোস্তফাকে ফোন করে ডেকে আনে। মোস্তফা এসেই আমার ছেলে ফাইজুলকে ছুড়িকাঘাত করেন। আমার ছেলে গুরুতর আহত হয়ে বরিশাল হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, আমরা ইতোমধ্যে এ বিষয়ে জেনেছি। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। শিগগিরই তাদেরকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply