সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিল বাঙালীর আন্দোলন সংগ্রামের ভিত্তিমূল। একটি জাতিকে কীভাবে স্বাধীন করতে হবে, কীভাবে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে তার সব কিছুরই দিক নির্দেশনা ছিল জাতির পিতার ঐতিহাসিক এ ভাষণে।
তিনি বলেন, এ ভাষণের গুরুত্বকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু আজীবন স্বপ্ন দেখেছিলেন একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার। এই স্বপ্নকে বাস্তবে রূপদান করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ববি শিক্ষক সমিতির সভাপতি মো. আরিফ হোসেন, শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য জ্যোতির্ময় বিশ্বাস, অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবীর, সহাকারি লাইব্রেরিয়ান মধুসূদন হালদার, অফিসার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্টার, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপাচার্য মহোদয়ের শ্রদ্ধা নিবেদনের পর বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply