বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ জমে উঠেছে পৌরসভা নির্বাচন। বরিশালের বানারীপাড়া পৌরসভার পঞ্চমতম নির্বাচনের প্রচারণা প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক চুতুর্থ ধাপের ঘোষণায় আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বানারীপাড়া পৌরসভা নির্বাচন।
এ নির্বাচনে ২নং ওয়ার্ডেরর কাউন্সিলর প্রার্থী বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন। তিনি প্রেসক্লাব ও স্থানীয় জনতার মনোনীত প্রার্থী। তার পক্ষে ৮ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিকরা দক্ষিণ নাজিরপুর ২নং ওয়ার্ডে রাহাদ সুমনের উটপাখি মার্কার পক্ষে গণসংযোগ করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, জাকির হোসেন, নির্বাহী সদস্য নাঈম মোঘল, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য স্বপন মাঝি, রুবেল হোসেন সহ অনেক নেতৃবৃন্দরা অংশ নেন।
Leave a Reply