বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের উত্তর চরখাগকাটা গ্রামে সড়কের পাশে আঃ খালেক রাড়ীর ছেলে মোঃ কবির রাড়ীর বসত ঘরটি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে ।
করোনা কালিন সময় জীবিকা নির্বাহের জন্য স্ত্রী সন্তান নিয়ে ক্ষতিগ্রস্ত কবির রাড়ী চলে যায় ঢাকায়। তার বসত ঘরটি ছিলো তালাবদ্ধ। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতের যে কোন সময় কে বা কাহারা ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরসহ ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পরিবারের দাবি এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনের জন্য মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গেলেও পথিমধ্যে খেজুর তলি ব্রিজ ভাঙ্গা থাকার কারনে ঘটনাস্থলে যেতে পারেননি তারা। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। স্থানীয়রা জানান তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরে থাকা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা বাসি। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে।
Leave a Reply