শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন ক্ষুদ্রকাঠী ও উজিরপুর উপজেলার চাঙ্গুরিয়া থেকে ৫৫৬ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক ব্যবসার নগত ৩শত টাকা।
আটককৃত মাদক কারবারিরা হল- বাবুগঞ্জ উপজেলার ইদলকাঠী গ্রামের আমজেদ হোসেন হাওলাদারের ছেলে মো. আবুল হোসেন (৪৫), বিমানবন্দর থানাধীন ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত আদম আলী খানের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫) ও অপরজন ঝালকাঠির বড় একসারাপাড়া এলাকার মো. মামুন হাওলাদার (২৮)।
তথ্য নিশ্চিত করে র্যাব জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৯ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে আটককৃত সাইফুল ইসলামের বসতঘরে অভিযান পরিচালনা করে র্যাবের টিম। এসময় সেখান থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এছাড়া শনিবার দুপুর পৌনে ২টার দিকে উজিরপুরের চাঙ্গুটিয়া এলাকায় গুঠিয়া মসজিদ সংলগ্নে অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. মামুন হাওলাদারকে আটক করে র্যাবের অপর একটি টিম।
আটককৃতদের বিরুদ্ধে র্যাব-৮ বাদী হয়ে মহানগরীর বিমানবন্দর থানা এবং উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply