সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
আল আমিন গাজী ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ কেন্দ্রে পূর্ণরায় আজ ভোট গ্রহন। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে কেন্দ্র গুলোতে। এরই মধ্যে ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে ভোট গ্রহন কতটা সঠিক হবে তা নিয়ে নানা গুনজন সাধারন ভোটারদের মাঝে। সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বিসিসি নির্বাচনে নানা অনিয়ম থাকার অভিযোগে ১৫টি কেন্দ্রের ফলাফল বন্ধ করে দেয় নিবার্চন কমিশন। আর সাধারন প্রার্থীদের অভিযোগে গত মাসে অভিযুক্ত কেন্দ্র গুলো তদন্ত করে নির্বাচনীয় কর্মকর্তারা। বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খান জানান, নির্বাচন তদারকি করার জন্য ৯টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন ছাড়াও কেন্দ্রের বাইরে দায়িত্ব পালন করবে দুই পল্টুন বিজিবি সহ র্যার-পুলিশের টহল দল, স্ট্রাকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স ও থাকবে। এদিকে একটি সূত্র জানায়, অনিয়মে ১৫ কেন্দ্রের মধ্যে ৯ কেন্দ্রের সত্যতা পায় নিবার্চনীয় কর্মকর্তারা। তবে ১২৩ টি কেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রের ফলাফলে ও মেয়র সহ ৩১ জন কাউন্সিলরকে সরকারী ভাবে ঘোষনা করে গেজেট পাস করেন নিবার্চন কমিশন। কেন্দ্র গুলো হচ্ছে- নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের আলেকান্দা ফারিয়া কমিউনিটি সেন্টার (পুরুষ), ১৭ নম্বর ওয়ার্ডের আগরপুর রোডের সরকারি মহিলা কলেজ (মহিলা) ও সদর রোডের সিটি কলেজ (পুরুষ), ২২ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (পুরুষ) ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (মহিলা), ২৩ নম্বর ওয়ার্ডের চৌমাথা আরএম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ২৪ নম্বর ওয়ার্ডের রূপতলী হাউজিং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ), ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ১ নম্বর ওয়ার্ডের সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। এই ৯ কেন্দ্রে মোট ভোটার ১৬ হাজার ১১৫ জন। ৯ কেন্দ্রে অনিয়মের কারণে বিসিসির সাধারণ ওয়ার্ড নম্বর ১, ১৪, ১৭, ২২, ২৩ ও ২৪ এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের ফল আটকে আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে চুড়ান্তভাবে সবগুলো সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের ফল নির্ধারিত হবে।
Leave a Reply