সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় পুলিশের দেয়া চার্জশিটের দ্বিতীয় খণ্ডে থাকা আইনের সাথে সংঘাতে জড়িত ১৪ শিশুর বিষয়ে যুক্তিতর্কের তৃতীয় দিন ছিলো আজ বুধবার।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুলের আদালতে ৭ শিশুর স্বেচ্ছায় জবানবন্দি নেয়া হয়।
এ সময় ৭৪ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের ওপর ভিত্তি করে আদালতে টানা দুইদিন তার যুক্তিতর্ক উপস্থাপনের পর দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার আইনের সাথে সংঘাতে জড়িত শিশুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের আহ্বান জানান।
আজ বুধবার বেলা ১১টার দিকে শুরু হওয়া যুক্তিতর্কে শিশু রাশেদুল হাসান রিশান ফরাজীর পক্ষে আইনজীবী সোহরাব হোসেন মামুন ও বাকি চার শিশু রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান, আরিয়ান হোসেন শ্রাবন ও রাতুল সিকদারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মো. শাহজাহান। আগামি রোববার থেকে বাকি নয় শিশুর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
বিজ্ঞ এই আইনজীবী বলেন, আজ আদালতে বিজ্ঞ বিচারকের সামনে আমি শিশুদের জন্য আইনের মূল বিষয়গুলো উপস্থাপনের চেষ্টা করেছি। শিশুদের আইনের সাথে সংঘাতে জড়িয়ে পড়ার কারণে আইনি প্রচেষ্টায় যেভাবে তদন্ত করা উচিৎ ছিলো, সেভাবে তদন্ত না হওয়ার ত্রুটিগুলো আদালতে উপস্থাপন এবং এই শিশুদের মধ্যে যে সকল শিশুদের স্বাক্ষ্য, প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে যাদেরকে মনে হয়েছে এই অপরাধের সাথে যুক্ত নয়, সে সম্পর্কে উচ্চ আদালতের নজিরসহ যুক্তি উপস্থাপন করারও চেষ্টা করেছি।
বর্তমানে এই মামলার দ্বিতীয় খণ্ডে থাকা আইনের সাথে সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের মধ্যে ৮ শিশু জামিনে রয়েছে। বাকি ৬ জন শিশু বরগুনা জেলা কারাগারে শিশু ওয়ার্ডে রয়েছে বলে আদালত ও কারাগার সূত্রে জানা গেছে।
১৪ শিশুর মধ্যে কারাগারে রয়েছে রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আব্দুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ ওলি, নাঈম ও তানভীর।
জামিনে রয়েছে চন্দন সরকার, নাযমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মলিক, মারুফ বিল্লাহ, রাতুল সিকদার ও আরিয়ান হোসেন শ্রাবন।
এ যুক্তিতর্ক কতদিন চলতে পারে, তা এখনই নিশ্চিত নয়। শিশুপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পরে রাষ্ট্রপক্ষ শিশুপক্ষের দেয়া যুক্তিতর্ক খণ্ডন করার সুযোগ পাবেন। সবশেষে বিচারক এই মামলার রায়ের দিন ধার্য করবেন বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply