রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিভাগের জালিয়াত চক্রের হোতা প্রতারক আমির সোহেল মল্লিকের বিরুদ্ধে দায়ের করা সিল জালিয়াতির মামলায় চার্জশীট প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
চার্জশীটে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ সদস্য রুস্তম আলী ফরাজিসহ ১৫৬ জনের সিল জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে সন্দেহাতিত প্রমান মিলেছে বলে উল্লেখ করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।
একই সাথে সোহেল মল্লিকের কাছ থেকে জব্দ রাষ্ট্রের গুরুত্বপূর্ন ব্যাক্তিদের জালিয়াতি করা ওই ১৫৬টি সিল আদালতে জমা দিয়েছেন। চলতি বছরের ১৩ মার্চ ঢাকার আদালতে আমির সোহেল মল্লিককে দোষী সাব্যস্ত করে চার্জশীট প্রদান করেন ওই কর্মকর্তা।
ওদিকে গ্রেফতার আতঙ্কে ঢাকা থেকে পালিয়ে এসে ঝালকাঠির নলছিটিতে অবস্থান করছেন অভিযুক্ত প্রতারক।
স্থানীয়রা জানিয়েছেন, নলছিটির সুবিতপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিরোধিতা করে একাধিকবার পরাজিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে চিহ্নিত সোহেল মল্লিক নতুন করে শুরু করেছেন আওয়ামী বিরোধী ষড়যন্ত্র।
শোনা যাচ্ছে, ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচনে হারানোর জন্য জামায়াত, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্যমত গড়ে প্রচারণায় নেমে পড়েছেন। এতে করে এককভাবে কোনঠাসা হয়ে যাচ্ছে ক্ষমতাশীন দলের নেতৃবৃন্দ।
জালিয়াতি করে গ্রেফতার হওয়া আমির সোহেল মল্লিকের ঘনিষ্ঠজন জানিয়েছে, ঝালকাঠি আওয়ামী লীগের কর্ণধার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু উপর বিরাগভাজন হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধাচারণে নেমে পড়েছেন বিতর্কিত এই নেতা।
ওই সূত্রটি দাবি করেছে, ঝালকাঠি আওয়ামী লীগ যে প্রার্থীকে মনোনয়ন দিবে তার বিরোধিতা করে সর্বোচ্চ শক্তি নিয়োগ করবেন অস্ত্রসহ জনতার হাতে আটক হওয়া সোহেল মল্লিক।
জানা গেছে ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার হাতিরঝিল থানাধীণ মগবাজার বাটা গলির ২৭২/এ ষষ্ঠ তলা বাড়ির পঞ্চম তলায় ডান পাশের ফ্লাটে অভিযান পরিচালনা করেন সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিমের উপ পুলিশ পরিদর্শক আসিফ ইকবাল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ফ্লাটে অবস্থানকারি আব্দুর রহিম, রাসেল শিকদার, জব্বার ব্যাপারি পালিয়ে যান। তবে গোয়েন্দাদের হাতে আটক হন আমির সোহল মল্লিক।
এ সময়ে সোহেল মল্লিকের ব্যাক্তিগত ব্যাগ তল্লাশি করে জালিয়াতি করা ১৫৬ টি সিল জব্দ করে; যার মধ্যে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সিল ও প্যাড, অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের কর্মকর্তা নাজমুল ইসলামের সিল, পাবনা সদর, বাকেরগঞ্জ, ঝালকাঠি সদর, নলছিটি ও কেন্দুয়া ইউএনওর সিল, ঝালকাঠি ও নেত্রকোনা জেলা প্রশাসকের সিল, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের তৎকালীন ধর্মমন্ত্রীর সিল ও প্যাড, ঝালকাঠির সহকারি মেডিকেল অফিসারের সিল ও প্যাড, পাবনা মানসিক হাসপাতালের সহকারি রেজিস্টারের সিল ও প্যাড, পাবনা মানসিক হাসপাতালের প্রফেসর ডাক্তার সরজ কুমার দাসের স্ট্যাম্প সিল, পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডাক্তার রুস্তম আলী ফরাজির খালি প্যাড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক, সরকারী-বেসরকারী কর্মকর্তার সিল, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের সভাপতির সিল ও প্যাড, বাংলাদেম সংসদ নামিয় খালি প্যাড, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সিলসহ সর্বমোট ১৫৬ টি সির উদ্ধার করা হয়। তদন্তকারী বর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, এসব সিল ও প্যাড হুবহু ডুপ্লিকেট তৈরি করে নিরিহ লোকজনের সাথে প্রতারনা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।
আটকের পর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত আমির সোহেল মল্লিক অপরাধ সংঘটনের সত্যতা স্বীকার করেন বলেও দাবী করেছে তদন্তকারী পুলিশ।
Leave a Reply