রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়ায় দুই দল কিশোরের ঝগড়া থামাতে গিয়ে এক ঘুষিতে হেলাল উদ্দিন কল্পনা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে এই ঘটনা ঘটে।নিহত কল্পনা পেশায় একজন ভ্যান চালক ছিলেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দা স্কুলছাত্র শাকিবকে (১৭) গ্রেফতার করেছে নগরীর কাউনিয়া থানা পুলিশ।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সগীর জানান, বিকালে ওই এলাকায় মার্বেল খেলা নিয়ে দুই দল কিশোরের মধ্যে ঝগড়া হয়।এ সময় স্থানীয় বাসিন্দা দশম শ্রেণীর ছাত্র শাকিব বিবাদমান কিশোরদের একপক্ষের হয়ে অপরপক্ষকে শাসায়।একই এলাকার বাসিন্দা ভ্যান চালক হেলাল উদ্দিন কল্পনা কিশোরদের ঝগড়ায় শাকিব জড়িত হওযায় তাকে শাসায়।এতে শাকিব ক্ষুদ্ধ হয়ে কল্পনার ডানপাশের ঘাড়ে একটি ঘুষি দেয়।
কল্পনা অজ্ঞান হয়ে পড়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এর আগেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত শাকিবকে গ্রেফতার করে।এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন পুলিশ পরিদর্শক মো. সগীর।
Leave a Reply