মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরার মেঘনা নদীতে অবৈধ গাছের খুঁটি বসিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে এক জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫টি ট্রলার ও গাছের খুঁটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাড়ে ৩ ঘণ্টাব্যাপী অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার, কোস্টগার্ড মনপুরা স্টেশন কমান্ডার মাহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার জানান, মেঘনার কলাতলী চর এলাকার ঘোলের খাল পয়েন্টের ১২ কিলোমিটার এলাকায় গাছের খুঁটি বসিয়ে অবৈধভাবে মাছ শিকারের প্রস্তুতির খবর পেয়ে ইউএনও ও কোস্টগার্ডের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৫ টি ট্রলার, মেহগুনি গাছের খুঁটি ও এক জেলেকে আটক করা হয়েছে। অভিযান টের পেয়ে অনেকে গভীর বনের মধ্যে পালিয়ে যায়।
উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, আটককৃত ট্রলার ৫ টি ও গাছের খুঁটি নিলামে বিক্রি করা হয়েছে। এছাড়াও আটককৃত জেলেকে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply