মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
মো.সুজন মোল্লা বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লার শাশুড়ি নুরজাহান বেগম(৫৫) বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে গাইনী রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপন ও সাইদুল ইসলাম,সহ-সভাপতি কাওসার হোসেন,কে এম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন,প্রভাষক মামুন আহমেদ,ইলিয়াস শেখ,রেজাউল ইসলাম বেল্লাল ও জাহিন মাহমুদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,মোঘল সুমন শাফকাত ও ফায়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply