মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের হিজলা উপজেলার নয়াভাঙ্গনী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর মৃত্যু বেশ কয়েকদিন আগে হয়েছে। শরীরে পচন ধরেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নারীর পরিচয় শনাক্তে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে হবে বলেও জানান তিনি।
Leave a Reply