সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের বিভিন্ন শ্রেনী পেশার কর্মহীন এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রান বিতরন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে নগরীর ৬শ’ জন রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি চালক শ্রমিক, ২শ’ জন দৃস্টিপ্রতিবন্ধি দরিদ্র মানুষ এবং ২শ’ জন কর্মহীন দরজী শ্রমিক সহ মোট ১ হাজার জন কর্মহীনের মাঝে ত্রান বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ত্রান বিতরন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এক হাজার জনের প্রত্যেককে চাল, আলু, ডাল ও সাবান ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
ত্রান বিতরনকালে জেলা প্রশাসক সবাই ঘরে থেকে প্রশাসনকে সহযোগীতা করার আহ্বান জানান। প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হওয়া এবং জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলেও মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
Leave a Reply