মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ (টেলিফোন নম্বর-০২ ৯১২২৫৫৭) চালু রাখার সময় তৃতীয় ধাপে বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। শুক্রবার মন্ত্রণালয় নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সময় বৃদ্ধির অফিস আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনসহ প্রধান সমন্বয়ক হিসেবে আগের মতো প্রতিদিন একজন করে কর্মকর্তাকে থাকবেন। একইসঙ্গে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন করে কর্মকর্তাকে দৈনিক নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব প্রদানের জন্য বলা হয়েছে।
৪ এপ্রিল থেকে মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতের সংকট মোকাবিলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখতে মাছ, মাংস, দুধ, ডিমসহ পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ উৎপাদন, পরিবহন এবং বিপণনে সকল সমস্যা সমাধানে নিয়ন্ত্রণ কক্ষ চালু করে মন্ত্রণালয়।
নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থা, মাঠ পর্যায়ের অফিস এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়, উদ্ভূত সংকট মোকাবেলায় পরবর্তী ব্যবস্থা সম্পকৃত তথ্য ঊর্ধ্বতনদের জানানো হচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৫০০টি সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।
রমজানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। দায়িত্ব পালনকারী কর্মকর্তারা আইইডিসিআরের নির্দেশনা মেনে নিজ নিজ সুরক্ষা গ্রহণের জন্য আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply