মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশের সকল স্তরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা কারণে বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (২১ মার্চ) দুপুরে এক সতর্কবার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা না করে ঘরে থাকতে হবে। কোনও শিক্ষার্থীকে অযথা বাইরে ঘোরাফেরা করতে দেখলে, তাকে বাড়িতে নিরাপদে রাখার জন্য অভিভাবকে নির্দেশনা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে। এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাকে দেশের সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৪০১ জনের। আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৬ হাজার ৭ জন। তবে এখন পর্যন্ত ৯১ হাজার ৯৫২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুইজন।
Leave a Reply