মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
খান মনিরুজ্জামান ॥ বরিশাল নগরীর ২৭নং ওয়ার্ডে পুলিশ পরিবারে বাল্য বিবাহ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৭ জুন ২৭নং ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেন খানের মেয়ে রুবিনা আক্তার শোভার সাথে ঝালকাঠির আমিরাবাত এলাকার মাহফুজুর রহমানের বিবাহ হয়।
জানা গেছে, রুবিনা আক্তার শোভা ২০১৮ সালে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৮৯ পেয়ে উত্তীন হয়। সেখানে রুবিনা আক্তার শোভার জন্ম তারিখ ২০০৩ সালের ২৪ ফেব্রুয়ারী। সেই হিসেবে তার বয়স হয় ১৬ বছর ৪ মাস ১৩ দিন। দুই লক্ষ টাকার কাবিন নামায় রুবিনা আক্তার শোভার বিবাহটি বাল্য বিবাহ হিসেবে গণ্য হয়।
এদিকে রুবিনার পিতা জাহাঙ্গীর হোসেন খান ২০১৯ সালের ২৭ মে বরিশাল সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন শাখা থেকে ২০০১ সালের ১৮ জুন এর রুবিনা আক্তার শোভার জন্ম সনদ বের করেন। আর সেই জন্ম সনদ দিয়ে গত ৭ জুন রুবিনার বাল্য বিবাহ সম্পন্ন করেন।একটি সূত্রে জানা যায়, এর আগে রুবিনা আক্তার শোভার বাল্য বিবাহের আয়োজন করলে তা ভ্রাম্যমান আদালত পন্ড করে দেয়। পরে বাল্য বিবাহ দেয়ার জন্য পায়তারা করেন কনের ও বরের পরিবার। পরে গত ৭ জুন ঝালকাঠিতে বাল্য বিবাহ সম্পন্ন করেন।
এদিকে কনের পিতা জাহাঙ্গীর হোসেন খান হাইওয়ে পুলিশের এসআই এবং কনের বড় ভাই রকিব রানাও পুলিশের একজন কনস্টেবল পদে কর্মরত।
এছাড়া বর ঝালকাঠি বিআরটিএ অফিসের একজন ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন। তারা আইন-শৃঙ্খলা বাহীনির দায়িত্বে থেকে বাল্য বিবাহ নিরোধ আইন অমান্য করে বাল্য বিবাহ সম্পন্ন করেন।এ ব্যাপারে কনের পিতা জাহাঙ্গীর হোসেন খান বলেন, জন্ম সনদ অনুযায়ী তার মেয়ে বিবাহ যোগ্য। তাই তার বিবাহ দিয়েছেন।
Leave a Reply