শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি।। বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের বধ্যভূমি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামাদীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে আটকের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন, মুলাদী উপজেলার চর কালেখা ইউনিয়নের মীর আনছার হোসেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মধ্য ঘটকের আন্দুয়া এলাকার আবু জাফর, গাইবান্ধা সদরের ছয়ঘড়িয়া এলাকার মোশারেফ হোসেন ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা এলাকার জলিল মল্লিক।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ২’টার দিকে বধ্যভূমি এলাকার জনৈক জগদিশ সমদ্দারের বাড়ির পাশের আমড়া বাগানের ভিতর একদল দুস্কৃতিকারী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদে ভিত্তিতে এ খবর পেয়ে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদীসহ আটক করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. এনায়েত উল্লাহ ওই ৪ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply