রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর মাদ্রাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবনটির নিচে থাকা ইলেকট্রনিকসের দোকানে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই নিচতলায় একটা দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় সেখানে উপরের তলায় আটকা পড়ে কয়েকশ মাদ্রাসা ছাত্র।
তবে সেখানে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Leave a Reply