রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৬ ঘণ্টার গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ৭ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।তিনি বলেন, গণঅনশন কর্মসূচির জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছি। আশা করি অনুমতি পাবো।
এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবার (৩ এপ্রিল) সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড.আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।মিলাদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply