সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীতে পুলিশ পরিচয়ে ছিনতাইকালে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে শহরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ মসজিদ গেট এলাকায়।
আটকরা হলেন- বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার আলমগীর শেখের ছেলে ইমন শেখ (২৬) এবং বিসিক রোড এলাকার বাসিন্দা আলম হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতে বিএম কলেজের সামনে তিনটি বাচ্চা শিশুর কাছে পুলিশ পরিচয় দিয়ে ওই দুই ব্যক্তি তাদের ধরেন। পরবর্তীতে তাদের সাথে থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় শিশুরা ডাক-চিৎকার দিলে আশেপাশের জনতা ছুটে এসে দুই ছিনতাইকারীকে আটক করে।
ওই সময় শাহীন নামে এক ব্যক্তি তিনি নিজেকে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দাবি করেন। তখন বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের একটি টিম গেলে দুই ছিনতাইকারীকে তাদের কাছে সোপর্দ করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-সহকারি পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, দুইজনই চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply