মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৭২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ মামলায় একমাত্র আসামি কাদির শেখকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাদির সদর উপজেলার পূর্ব শীলমন্দী গ্রামের একটি খাল দিয়ে নৌকাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ৩০ সেপ্টেম্বর রাত ৯টায় নামাজের জন্য ওযু করতে নিজ বাসা থেকে বের হন সেই নারী। এসময় প্রতিবেশী কাদির তার শেখ মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এরপর শনিবার বিকেল নিজে বাদী হয়ে তাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply