সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: শরীয়তপুরের সখিপুরে ৩৮ দিন ধরে শ্বশুরের যৌন লালসার শিকার হয়েছেন এক পুত্রবধূ।সোমবার সকালে এ ঘটনায় জড়িত শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ।এর আগে রবিবার রাতে ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন।ভিকটিম বলেন, ২০১৭ সালে আমার বিয়ে হয়।
বিয়ের পর কাজের উদ্দেশ্যে আমার স্বামী ঢাকা চলে যান। কাজের জন্য ঢাকায় থাকেন স্বামী। বাড়িতে একই ঘরে থাকি আমরা সবাই। গত ২৮ মে রাতে ঘুমানো অবস্থায় গভীর রাতে আমার মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে ধর্ষণ করে শ্বশুর। এরপর ২৮ মে রাত থেকে শুরু করে ৬ জুলাই পর্যন্ত প্রায় রাতে আমাকে ধর্ষণ করেছে শ্বশুর সে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply