রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টায় বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরেএ কর্মসূচি পালন করা হয়।যা চলে দুপুর ১ টা পর্যন্ত। কর্মসূচিতে বরিশাল জেলার ছয়টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের বরিশাল জেলার সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য নুরুজ্জামান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন প্রমুখ।এ সময় বক্তারা অবিলম্বে বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ সব প্রকার সরকারি সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার জন্য এক দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান সংগঠনের নেতারা।
এদিকে অবস্থান কর্মসূচির পাশাপাশি মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামীকাল বুধবার (৩ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত সড়ক বাতি, কঞ্জারভেন্সি সেবাসহ অন্যান্য সব দফতরের সেবা বন্ধ থাকবে বলে জানান সংগঠনের নেতারা।বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন বলেন, বরিশাল জেলার ছয়টি পৌরসভার পাশাপাশি বিভাগের ২৭টি পৌরসভায় মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে বরিশাল জেলার প্রায় পাঁচ’শ কর্মকর্তা-কর্মচারীসহ বিভাগের প্রায় হাজারো কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।গত সোমবার (১ জুলাই) সকাল ৯টায় পৌরসভা কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি পালন করেন। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।
Leave a Reply