বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:টিকটক-এ এমন কিছু ভিডিও রয়েছে যা যৌন উদ্দীপনা তৈরি করছে; এ অভিযোগ এনে ভারতের তামিলনাড়ুতে বন্ধ করা হচ্ছে ভিডিও অ্যাপটি।কয়েকজন আইনজীবী এই অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারির আবেদনও করেছেন। তাঁদের দাবি, এসব ভিডিও সমাজে অপসংস্কৃতি ছড়াচ্ছে। অল্প বয়সের ছেলে-মেয়েরা টিকটকে আসক্ত হয়ে পড়ছেন।তামিলনাড়ুর তথ্যপ্রযুক্তি মন্ত্রী এম মণিকন্দন জানান, সে রাজ্যে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। এ দেশ থেকেই যাতে টিকটক-কে মুছে ফেলা যায়, সেই ব্যবস্থাই নিতে চাইছে তামিলনাড়ু সরকার।তামিলনাড়ুর বিধায়ক থামিমুন আনসারি বলেন, এই অ্যাপ কোনো ভালো কাজে লাগে না। টিকটক-এ এমন কিছু ভিডিও রয়েছে যা যৌন উদ্দীপনা তৈরি করছে। ফলে সমাজে ক্রমেই ছড়াচ্ছে অপসংস্কৃতি।
Leave a Reply